ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী ১৬ জুন ঘোষণা করেছে যে, পাঁচজন মার্কিন নৌসেনা ১৫ জুন পশ্চিম ইরাকে আনবার প্রদেশের রাজধানী রামাদির আশেপাশে একটি অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছে।
মার্কিন বাহিনী একই দিন এক বিবৃতিতে বলেছেন, এ পাঁচ জন সৈন্যবাহী গাড়ি রামাদির কাছাকাছি পৌঁছুলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন।
ইরাকে মার্কিন সৈন্যের হতাহতের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে বলে বুশ সরকার সংসদে সৈন্য প্রত্যাহারের চাপের সম্মুখীণ হয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির সাংসদ ওয়ালট জোনসের অফিসের একজন কর্মকর্তা বলেছেন, জোনস ১৬ জুন প্রতিনিধি পরিষদের কাছে এ বিষয়ে প্রস্তাব দাখিল করার কথা। এ প্রস্তাবে হোয়াইট হাউসের কাছে এ বছর ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা প্রণয়ন এবং আগামী বছর থেকে কার্যকরীকরণ শুরু করার অনুরোধ করা হয়েছে।
|