১৫ তারিখে পোর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী দিওগো ফ্রেইটাসদো আমারাল লিসবনে সংবাদমাধ্যমকে বলেছেন, পোর্তুগল সরকার "ই.ইউ. সাংবিধানিক চুক্তি"র অনুমোদনের প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । বছরের অক্টোবর মাসে এই চুক্তির উপর পরিকল্পিত গণভোট সম্ভবত পিছিয়ে দেয়া হবে ।
তিনি বলেছেন, পোর্তুগল মনে করে , ই.ইউ.-এর সদস্য দেশগুলোর "ই.ইউ. সাংবিধানিক চুক্তি" অনুমোদনের প্রক্রিয়াচলতে থাকা উচিত । ই.ইউ শীর্ষ সম্মেলনেও পোর্তুগল এই মতাধিষ্ঠান পোষণ করবে । কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, ই.ইউ. সদস্য দেশগুলোর উচিত বর্তমানের অর্থনৈতিক ও সামাজিক সংকট এবং ফ্রান্স ও নেদারল্যান্ডে "ই.ইউ. সাংবিধানিক চুক্তি" নাকচ হওয়ায় উদ্ভুত রাজনৈতিক সংকট গভীরভাবে ভেবে দেখা ।
|