যুক্তরাষ্ট্রের শান্তি ইন্সটিটিউট ১৫ জুন জাতি সংঘের সংস্কারের সমর্থনে যে রিপোর্ট প্রকাশ করেছে , জাতি সংঘের মহা সচিব কোফি আন্নান তাঁর বিবৃতিতে তাকে স্বাগত জানিয়েছেন ।
আন্নান বলেছেন , রিপোর্টে বলা হয়েছে , সংস্কারের মাধ্যমে জাতি সংঘ আরও শক্তিশালী এবং কার্যকর হবে । সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রেরও উপকার হবে । রিপোর্টে যে জাতি সংঘের সংস্কারের দুরুহতা উপলব্ধি করা হয়েছে , আন্নান তার জন্য ধন্যবাদ জানিয়েছেন , তিনি বলেছেন , রিপোর্টের সমর্থন তাঁকে প্রেরণা যুগিয়েছে ।
গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন সিনেট যুক্তরাষ্ট্রের শান্তি ইন্সটিটিউটকে জাতি সংঘের সমস্যা বিষয়ক বিশেষ গ্রুপ গঠনের নির্দেশ দিয়েছে , এই গ্রুপ প্রধানত জাতি সংঘের সংস্কারের সমস্যা তদন্ত ও মূল্যায়ন করে , এবং জাতি সংঘের সংস্কার সম্পর্কে মার্কিন কংগ্রেসের আলোচ্যবিষয় নির্ধারণ করে । বিশেষ গ্রুপে মার্কিন কংগ্রেসের দু'পার্টির সদস্যরা ও সাবেক মার্কিন কূটনীতিবিদ , সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আছেন ।
|