রুশ প্রেসিডেন্ট পুতিন ১৫ জুন স্যান্ট পেটারসবার্গে সফররত ভারতের কংগ্রেস পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন , বর্তমানে রাশিয়া ও ভারতের ঘনঘন দ্বিপাক্ষিক আদান-প্রদান চলছে , দু'দেশের সম্পর্ক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সময়পর্বে রয়েছে ।
পুতিন বলেছেন , অর্থনীতি ও সামরিক প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার লক্ষ্যণীয় সাফল্য হয়েছে । তিনি ভারতের কাছে ২০০৮ সালকে রাশিয়া বর্ষ বলে ধার্য করা এবং রাশিয়া পক্ষের কাছে ২০০৯ সালকে ভারত বর্ষ বলে ধার্য করার প্রস্তাব দিয়েছেন , যাতে সংস্কৃতি , ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ত্বরান্বিত করা যায় ।
সোনিয়া গান্ধী বলেছেন , ভারত-রাশিয়া সম্পর্ক প্রানবন্ত , বহু ক্ষেত্রে দু'দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল । বেসরকারী আদান-প্রদানের প্রবণতাও উত্সাহব্যঞ্জক । দু'দেশই সন্ত্রাস দমনে দু রকম মানদন্ড ব্যবহারে বিরোধীতা করে ।
উল্লেখ্য , ১৩ তারিখে সোনিয়া গান্ধী মস্কোয় পৌঁছে তাঁর চারদিনব্যাপী রাশিয়া সফর শুরু করেছেন ।
|