মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্কোট ম্যাকলেল্লান ১৫ তারিখে ওয়াশিংটনে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে টেলিফোন যোগে কথাবার্তা হয়েছে। তাঁরা জাতি সংঘের সংস্কার সমস্যা, বিশেষকরে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা বৃদ্ধি হবে কি না ,তা নিয়ে মত বিনিময় করেছেন।
ম্যাকলেল্লান বলেছেন, বুশ ও পুতিন উভয় মনে করেন, এই সংস্থা যাতে আরো বেশী কার্যকর হয় তার জন্য জাতি সংঘের সংস্কার চালিয়ে যেতে হবে। কিন্তু দু'পক্ষ জাতি সংঘের সংস্কারে মতৈক্যে পৌঁছেছে কি না, সে সম্পর্কে কিছু বলতে তিনি অস্বীকার করেছেন।
জাপান, জার্মানী, ভারত ও ব্রাজিল নিয়ে গঠিত চার রাষ্ট্র গোষ্ঠী জাতি সংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা বৃদ্ধির পক্ষপাতী। তারা আশা করে, চলতি মাসে জাতি সংঘ সাধারণ পরিষদের সম্মেলনে তাদের প্রস্তাবের উপর ভোট নেওয়া হবে।
|