v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-15 22:06:15    
কেন্দ্রীয় সংখ্যালঘু জাতির যুব সিমফোনী অরকেস্ট্রা

cri
    কেন্দ্রীয় সংখ্যালঘু জাতির যুব সিমফোনী অরকেস্ট্রা প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। এই বাদ্যযন্ত্রীদলে রয়েছেন মঙ্গোলীয়, কোরীয়, হুই, পু-ই, হানি, থুচিয়া, মিয়াও, "ওয়া" ইত্যাদি তিরিশটিরও বেশী জাতির বাদ্যযন্ত্রশিল্প।

    ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হবার পর সিমফোনি অরকেস্ট্রাটি বেশ কয়েক বার বিরাট সংগীতার-অনুষ্ঠান পরিবেশন করেছে, এর মধ্যে রয়েছে নববর্ষের বিশেষ সংগীতানিষ্ঠান। গত কয়েক বছরে অরকেস্টাটি শুধু পেইচিংয়ের মতো বড় বড় শহরেই নয়, বরং কুয়াংসি, ছিংহাই, কুইচৌয়ের মতো পশ্চিম-চীনের সংখ্যালঘু জাতির সংগীত পরিবেশন করেছে।

    কয়েক বছরের অনুশীলনের পর অরকেস্ট্রাটির মান এখন বেশ উন্নত হয়েছে। বিশ্ববিখ্যাত বেহালাবাদক--- ব্রিটেনের রাজকীয় সংগীত ইনস্টিটিউটের বেহালাবিষয়ক অধ্যাপক ক্ল্যঅরেন্স গত বছর চীনের সংখ্যালঘু জাতির এই সিমফোনী অরকেস্ট্রোর সংগে সহযোগিতা করে সংগীতানুষ্ঠান পরিবেশন   করেছিলেন।অরকেস্টার কলাকৌশলেন মান প্রসংগে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, তাদের যন্ত্র বাজানোর কলাকৌশল আর সহযোগিতা এতো চমত্কার হতে পারে, তা আগে তিনি ভাবতেও পারেন নি, অনুষ্ঠানটির ফল খুবই সন্তোষজনক।

    ২২ বছর বয়সের স্যু হুই হলেন মঙ্গোলীয় জাতির ছাত্রী তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে পড়ছেন। তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু জাতির যুব সিমফোনী অরকেস্ট্রার সদস্য। স্যু হুই সংবাদদাতাকে বলেছেন, ১৯৯৬ সালে তিনি বিশ্ববিদ্যালটিতে ওর্তি হবার পর পরই সিমফোনী অরকেন্ট্রায় যোগ দিয়েছেন।

    দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ থেকে আসা মিয়াও জাতির ছাত্রী ইউয়ান চিয়া হলেন কেন্দ্রীয় সংখ্যালঘু জাতির যুব সিমফোনী অরকেস্ট্রার বেহালাবদক।

    সিমফোনি অরকেস্ট্রাটিতে আরও একজন উল্লেখযোগ্য ব্যক্তির হলেন অরকেস্ট্রাটির কোরীয় জাতির পরিচালক চিন চেংপিং। তিনি চীনে রাষ্ট্রীয় প্রথম শ্রেণীর সংগীত পরিচালক, গত কয়েক দশকে তিনি বরাবরই কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অধ্যাপনা করে এসেছেন, বর্তমানে তিনি একই সময়ে আবার কেন্দ্রীয় সংখ্যালঘু জাতির যুব সিমফোনি অরকেস্ট্রার পরিচালকের দায়িত্ব পালন করছে। অরকেস্ট্রার গঠনের ইতিহাস প্রসংগে আলোচনা করতে গিয়ে চিন চেংপিং বলেছেন, গত শতাব্দীর ষাটের দশকের প্রথম দিকে কমিউনিস্ট পার্টির সংখ্যালঘু জাতিবিষয়ক নীতি অনুযায়ী সংখ্যালঘু জাতিগুলোর বেশ কিছু তরুণতরুনী আর কিশোরকিশোরী নির্বাচিত হয়ে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার সুযোগ পেয়ে বিশেষ পেশাগত জ্ঞান লাভ করে আসছেন, তাদের মধ্যে অনেকেই সংগীতবিদ হয়েছেন। এরকম বিশেষজ্ঞ সংখ্যালঘু জাতিগুলোর জন্যেও বিশেষ প্রয়োজন। তিব্বতী ওই জাতি, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোর সংখ্যালঘু জাতির ছেলেমেয়েরা জানে না সিমফোনি সংগীত কাকে বলে, বিশ্বের সংগীতসংস্কৃতিই বা কী? তারা পিয়ানো দেখেন নি, ইউরোপীয় বেহালাও দেখেন নি। তিব্বতী ইত্যাদি জাতির ছেলেমেয়েদের অনেকেই এখন পেইচিংয়ে এসে লেখাপড়া শিখছে, এখন তারা বাদ্যযন্ত্র সম্বন্ধে জানতে খুবই আগ্রহী।

    তিনি বলেছেন, সিমফোনী সংগীত হলো সারা বিশ্বে প্রচলিত এক রকম সংগীতের শৈলী। সিমফোনা সংগীতের মাধ্যমে সংখ্যালঘু জাতির সংগীত আর জীবনের ভাব যুটিয়ে তোলাই হবে সংখ্যালঘু জাতির সংগীতসংস্কৃতির বিকাশ। কোনো একটি সংখ্যালঘু জাতি যদি শুধু শুধু নিজের আদিম জাতির সংগীতসংস্কৃতির সীমিত গন্ডীতে থেমে থাকে, তাহলে এই জাতির সংগীতসংস্কৃতি স্থবির হয়ে যায়। সংখ্যালঘুদের ছেলেমেয়েরা যদি সিমফোনী সংগীতের মাধ্যমে সংখ্যালঘু জাতির স্বকীয় সংস্কৃতি আর জাতির অনুভূতি ফুটিয়ে তুলতে পারে, তাহলে এটাই হবে যার যার জাতির ঐতিহ্যিক সংস্কৃতির ধারবাহিক গ্রহণ আর বিকাশ।

    মিস্টার চিন চেংপিং কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি বিশ্ববিদ্যালয়ে কয়েক দশক বছর ধরে সংগীতবিষয় পড়িয়েছেন, এর মধ্যে তিনি সংখ্যালঘু জাতি আর তাদের সংগীতকর্ম সম্বন্ধে সুগভীর মমতা আর সহানুভূতি লাভ করেছেন।