চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর থাং চিয়া স্যুয়ান ১৫ জুন পেইচিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় উচ্চ পর্যায়ের অধিবেশনের আরব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্কালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংকার প্রশ্নে চীন সরকারের মতাধিষ্ঠান ব্যাখ্যা করেছেন।
থাং চিয়া স্যুয়ান বলেছেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার সমর্থন করে। জাতিসংঘের ভবিষ্যত, ভাগ্য এবং বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থের দিক থেকে এ মতাধিষ্ঠান ব্যাখ্যা করা হয়। চীন পক্ষ মনে করে, যে কোনো সংস্কার উন্নয়ন-কেন্দ্রীক হওয়া উচিত এবং উন্নয়ন নিয়ে প্রথমতঃ চিন্তা করা উচিত।
তিনি আরও বলেছেন, সংস্কারের উদ্দেশ্য জাতিসংঘকে জোরদার করা, দুর্বল করা নয়। যে কোনো সংস্কার প্রস্তাব অধিকাংশ দেশের মতামতের আলোকে ব্যাপক মতৈক্যের ভিত্তিতে অর্জন করা উচিত।
তিনি জোর দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদিতে উন্নয়নমুখী দেশগুলোর বক্তব্য রাখার অধিকার বাড়ানো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ভিত্তি এবং অগ্রগতির দিক। এ নীতি মেনে নিতে হবে। এ নীতির পরিপন্থী সংস্কার চীনের কাছে গ্রহণযোগ্য নয়।
|