১৯৬৪ সালের ১৫ জুন জেনিভায় অনুষ্ঠিত জাতি সংঘের প্রথম বাণিজ্য ও উন্নয়ন অধিবেশনে ৭৭টি উন্নয়নমুখী দেশ আর অঞ্চল "৭৭টি রাষ্ট্র যুক্ত ইস্তেহার" প্রকাশ করে।পরে " তার নাম দেয়া হয় ৭৭ রাষ্ট্র গোষ্ঠি" বা জি-৭৭। ১৯৮৮ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ১২৭টি দেশ আর অঞ্চল এই সংস্থায় অংশ নেয়।এর নাম কখনো পরিবর্তিত হয়নি।
আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নমুখী দেশগুরোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং অতি শক্তিশালী আর সম্রাজ্যবাদীদের নিয়ন্ত্রণ, শোষণ আর লুটপাটের বিরোধীতারঅভিন্ন মতাধিষ্ঠান গ্রহণ করা জি-৭৭ এর উদ্দেশ্য।
১৯৬৭ সালের অক্টোবর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৭৭টি রাষ্ট্র গোষ্ঠির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে "আলজিয়ার্সসনদ " অনুমোদিত হয়। অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শিল্পোন্ন দেশগুলোর শোষণ আর লুটপাট প্রতিরোধ করার জন্য যৌথ তত্পরতা নিতে হবে। ১৯৭১ সালের অক্টোর পেরুর রাজধানী লিমায় দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে গৃহীত " লিমা ইস্তেহারে"অতি শক্তিশালী দেশগুলোর সামরিক সরন্জমে প্রতিযোগিতা , ঔপনিবেশিকতাবাদ বর্ণবাদ, অন্য দেশের ভূমি দখল এবং অন্য দেশের উপর চাপ সৃষ্টি করার নিন্দা করা হয়েছে এবং আন্তর্জাতিক ব্যাংকিং, বাণিজ্য, শুল্ক ও কর , সহায়তা , সামুদ্রিক পরিবহণ আর প্রাকৃতিক উত্স উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নমুখী দেশগুলোর ক্ষমতাবিহীন অবস্থান পরিবর্তন করার দাবী জানানো হয়েছে।
|