১৪ তারিখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছেন, পরিসংখ্যান থেকে জানা যায়, সাদ্দামের ক্ষমতাচ্যুতির পর ইরাকের পরিস্থিতি অধিকতর নিরাপদ হয় নি।
রামসফেল্ড বলেছেন, সাদ্দামের ক্ষমতাচ্যুতির উচ্ছেদের পর, ইরাকের "সশস্ত্র সংঘর্ষ কখনও বন্ধ হয় নি, বরং কখনও বেশি , কখনও কম"। কিন্তু তিনি বলেছেন, মার্কিন বাহিনী ইরাকের পরিস্থিতিতে নিরাপত্তা প্রতিষ্ঠা করার প্রয়াস চালাছে।
তিনি আরো বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা ইরাকে অনু-প্রবেশ করে যে আতর্কিত হামলা চালিয়েছে, সে ক্ষেত্রে ইরাকের কোনো কোনো প্রতিবেশী দেশের দায়িত্ব এড়ানো যায়না।
যুক্তরাষ্ট্রের পেল্টাগনের সর্বশেষ পরিসংখ্যনে বলা হয়েছে, ২০০৩ সালের মার্চে ইরাক যুদ্ধ সংঘটিত হওয়ার পর, ইরাকে ১৬৯৮ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে।
|