১৫ তারিখে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং কিছু বিদেশী বেসরকারী সংস্থার প্রতিনিধি দল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে "জাতীয় ঐক্য সম্মেলন" আয়োজন করে উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলনের পঞ্চম বার্ষিকী উদযাপন করেছে। সম্মেলনে ১৫ জুনকে "স্বজাতি দিবস" ঘোষণা করা হয়েছে, এবং আপামর জনতার উদ্দেশ্যে দেশ-প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে, যাতে যুদ্ধের বিপদ দূর করা যায়।
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও এন.জি ও-র প্রতিনিধিরা সম্মেলনে এক যৌথ বিবৃতি ঘোষণা করেছেন যে, "উত্তর দক্ষিণ যৌথ ঘোষণা"-র পথ বেয়ে এগিয়ে যাওয়া দু'পক্ষের অমোঘ নিয়তি এবং বিশ্বের জাতি-গোষ্ঠির অরন্যে একই জাতি হয়ে থাকা গোটা জাতির আশা-আকাঙ্খ।
দক্ষিণ কোরিয়ার ঐক্য মন্ত্রী ছুং দোংইয়ুং ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ পরিষদের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ইয়াং হিয়োংসোপ প্রমুখ এই সম্মেলনে অংশ নিয়েছেন।
|