আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে চীনের গায়ক চৌ হুয়াচিয়েন'র গাওয়া "তুমি আমায় সুখী করো, তুমিই করো দুঃখী" নামে একটি গান শোনাবো। এই গানে প্রেমের ইতিটানার সময়ে, প্রিমিক-প্রেমিকার মনের অনুভূতি বর্ণনা করা হয়েছে। প্রেম শেষ হয়ে গেলে সবাই কষ্টপান। কারণ, সবাই মন দিয়েই প্রেম করেন। কিন্তু প্রেমের প্রক্রিয়ায় দুজনের মধ্যে কিছু কিছু ভূল বোঝাবুঝি হতে পারে, অনেকেই প্রেমের পরিণত হিসেবে বিয়ের বাসরে প্রবেশ করে না। আমি শুধু বলতে চাই, প্রেম করার সময়ে আমরা যদি আরো আন্তরিক হই এবং ক্ষমাশীল হই, তবে কোনো অনুশোচনা বা হৃদয়বিদারী পরিণতির সম্মুখূন হতে হয়না।
গানের কথা হলো:
প্রেমের ওপর যখন যবণিকা নামে,
তখন তোমার কোমলতা, তোমার মিষ্টি মুখ আমার চোখের ক্যানভাসে ভাসে।
এখন আমি বলতে চাই,
আমি তোমায় খুব খুব ভালোবাসি,
কিন্তু তুমি ব লো, আমার সুযোগ নেই,
আমার আশা, তুমি আরো বেশী সময় আমায় দেবে।
তখন আমি আরো বেশি যত্নশীল হবো।
আমার প্রিয় বন্ধুরা, প্রেম করার সময়ে আমরা সবসময় অনেক বিষয়কে তুচ্ছ করেছি। তাই প্রেম যখন আমাদের ছেড়ে যায়, তখন বাড়ে অনুতাপ। আজকের অনুষ্ঠানের শেষ, আমি বলতে চাই, চলুন, আমরা এক সাথে প্রেমের মূল্যায়ন করি।
|