v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-15 15:25:42    
বিদেশ থেকে ফিরে  আসা চীনা ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে

cri
    ১৯৭৮ সালে চীনে সংস্কার অভিযান শুরু হওয়ার পরবর্তী ২০বছরে প্রায় চার লক্ষ চীনা ছাত্রছাত্রী বিদেশে গিয়ে অধ্যয়ন করেছেন । তাঁদের মধ্যে এক লক্ষেরও বেশী ছাত্রছাত্রী চীনে ফিরে এসেছেন । বাকী প্রায় দু লক্ষ ছাত্রছাত্রী বিদেশে উজ্জ্বল ভবিষ্যত অন্বেষণের বন্ধুর পথে এগুচ্ছেন । তবে চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে দ্রুত বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে অধীক থেকে অধীকতর সংখ্যক স্নাতক ছাত্রছাত্রী দেশে ফেরে কীর্তি স্থাপনের পথ বেঁছে নিচ্ছেন ।

    ২০০২ সালের বড় দিন উপলক্ষে প্রায় চার শো জন চীনা ছাত্রছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান , জার্মানী ,বৃটেন , ফ্রান্স প্রভুতি দশটিও বেশী দেশ থেকে চীনে ফিরে আসেন ।ছুটি কাটানোর জন্য নয় , বিশেষভাবে আত্মীয়সজনদের সঙ্গে দেখা করার জন্যও নয় ,চীনের অর্থনীতির বিকাশের পরিচয় পাওয়ার জন্য তাঁরা মাতৃভুমিতে ফিরে এসেছেন । মাত্র এক সপ্তাহ ধরে তাঁরা যথাক্রমে পেইচিং ,থিয়ান জিন , সাংহাই ,সানসি, হেলংজিয়াং সহ ১৪টি প্রদেশ, স্বায়ত্ত শাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরের ৩০টিও বেশী বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প বাগানের কর্তৃপক্ষের সঙ্গে নানা প্রকল্প নিয়ে মত বিনিময় করেছেন , নতুন প্রযুক্তি ও নতুন শিল্পজাত দ্রব্য বিষয়ক তথ্যজ্ঞাপন সভার আয়োজন করেছেন এবং চীনের ৯০০টিও বেশী শিল্প প্রতিষ্ঠান আর পুঁজি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনা করে ১০০টিও বেশী অনানুষ্ঠানিক সম্মতিপত্র স্বাক্ষর করেছেন ।

    মিং গাও ফাং তাঁর এবারের দেশে প্রত্যাবর্তনের উদ্দশ্য প্রসঙ্গে বলেছেন : "আমি ইলেক্ট্রনিক বিদ্যা আর কম্পিউটার বিদ্যা শিখেছি ,এখন টেলিযোগাযোগ আর ইন্টার নেটের কাজে নিয়োজিত রয়েছি । চীনে ফিরে আমি পুজিঁবিনিয়োগের পরিবেশ সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে চাই , এ ছাড়া ,আমি জানতে চাই , দেশে ফিরে চাকরি কাতে চাইলে কী প্রস্তুতি নিতে হয় । পেইচিংয়ে নানা বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার পর আমার উদ্দেশ্যসিদ্ধি হয়েছে ।

    চীন সরকার গত শতাব্দির আশির দশকের শেষ দিকে বিদেশ থেকে ফিরে আসতে চীনা ছাত্রছাত্রীদের উত্সাহ দেয়ার জন্য বেতন আর বাড়িঘর প্রভৃতি বিষয়ে বিশেষ নীতি প্রণয়ন করে । চীনের যুব লীগের কেন্দ্রীয় কমিটি এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবর্তিত চীনা ছাত্রছাত্রী সংঘের যৌথ উদ্যোগে মাতৃভুমিতে প্রত্যাবর্তিত চীনা ছাত্রছাত্রীদের কীর্তি স্থাপন বিষয়ক সপ্তাহের আয়োজন করে । এই প্রসঙ্গে চীনের যুবলীগের কেন্দ্রীয় কমিটি কর্মকর্তা নি পাং ওয়েন বলেছেন: বড় দিন উপলক্ষে আয়োজিত এক সপ্তাহব্যাপী আলোচনা সভায় বিদেশে অধ্যয়নরত ও স্নাতক চীনা ছাত্রছাত্রীরা তাঁদের প্রয়োজনীয় তথ্য পেয়েছেন ।

    তিনি আরো বলেছেন ,আলোচনা সভার সাংগঠনিক কমিটি চীনের যুব তথ্য ওয়েব সাইটে বিশেষ কলাম খুলেছে এবং ইন্টার নেটে চীনের বিভিন্ন শিল্প বাগানের শিল্প উত্পাদন বিষয়ক তথ্য প্রকাশ করেছে । চীনের ছাত্রছাত্রীরা দেশে ফিরে যাতে কারখানা স্থাপনের প্রয়োজনীয় অর্থ পান তার জন্য সাংগঠনিক কমিটি পুঁজি বিনিয়েগের ঝুঁকি বহনকারী কোম্পানির সঙ্গে তাঁদের সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালিয়েছে ।

    চীনের তিয়ানজিন শহরের তাইদাহুয়া জীব বিদ্যার শিল্প বাগানের প্রতিষ্ঠাতা লিউ জিয়ান হুয়া ১৯৯৮সালে ক্যানাডা থেকে চীনে ফিরে আসেন ।তিনি মনে করেন ,বিদেশে চীনা বিদ্বানদের প্রতিভা পূর্ণমাত্রায় কাজে লাগানো যায় না ,তাঁদের বিদ্যা প্রয়োগের মঞ্চ রয়েছে মাতৃভুমিতে । তিনি বলেছেন :জীব বিদ্যা গবেষণার অগ্রগামী বিজ্ঞানীরা রয়েছেন আমেরিকায় । আমেরিকা সফরের সময়ে আমি লক্ষ্য করেছি যে ,সেখানে এমন একটি বৃহত কোম্পানি ও বৃহত শিল্প প্রতিষ্ঠান নেই যাতে চীনা পন্ডিত নেই । অধিকাংশ চীনা পন্ডিত বৈজ্ঞানিক গবেষণার প্রধান ভুমিকা পালন করছেন । কিন্তু পরিতাপের বিষয় এই যে ,মাত্র অল্প কয়েকজন চীনা বিশেষজ্ঞ বিভাগের ম্যানেজার পদে অধিষ্ঠিত হয়েছেন ।আমার মনে হয় ,তাঁরা যদি চীনে ফিরে আসেন ,তাহলে দেশের জন্য বিরাট অবদান রাখতে পারবেন ।

    লিউ জিয়ান হুয়া ও বিদেশ থেকে ফিরে আসা অন্য বিশ জনেরও বেশী চীনা বিশেষজ্ঞ তাইদাহুয়া জীন বিদ্যার শিল্প বাগান প্রতিষ্ঠা করেছেন , গত বছরের অক্টবর মাসে তাঁদের সহয়তায় তিইয়ান জিন শহরের গণ সরকার জীব প্রযুক্তি সংক্রান্ত যে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছেন তাতে অনেক বিশ্ববিখ্যাত পন্ডিত অংশ নিয়েছেন । জীব আর চিকিত্সা বিদ্যার নবেল পুরস্কার যাচাই কমিটির চেয়ারম্যান ভবিষ্যতবাণী করেছেন যে ,চীনারা আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে নবেল পুরস্কার জয় করতে পারবেন ।