|
 |
(GMT+08:00)
2005-06-16 21:54:31
|
তথাকথিত "স্বর্গীয় কুকুরের" সংখ্যা কত ?
cri
প্রাচীনকালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে মনে করা হতো স্বর্গীয় কুকুর সূর্য ও চন্দ্র খাচ্ছে । তাই প্রাচীনকালের লোকেরা কাঁসি ও ঢাকঢোল পিটিয়ে স্বর্গীয় কুকুরকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করতেন । আসলে আকাশে স্বর্গীয় কুকুর বলে কিছুই ছিলো না ও নেই । চন্দ্র প্রথিবীর চারদিকে প্রদক্ষিণ করার প্রক্রিয়ায় এসব আবির্ভূত হয় । যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে অর্থাত্ সূর্যের আলো ঢেকে রাখে তখন চন্দ্রগ্রহণ হয় । এই সময়ে চন্দ্র হয় তথাকথিত "স্বর্গীয় কুকুর" । যখন চন্দ্র পৃথিবীর ছায়ায় অবস্থান করে অর্থাত্ সূর্যের আলো সম্পূর্ণ বা আংশিকভাবে চন্দ্রে পড়ে না তখন চন্দ্রগ্রহণ হয় । এই সময়ে পৃথিবী হয় তথাকথিত "স্বর্গীয় কুকুর" । বিভিন্ন ধরণের তারকাগুলোর আন্দোলনের প্রক্রিয়ায় কোনো একটি তারকার আর একটি তারকাকে ঢেকে রাখার প্রবণতা খুবই বেশী দেখা যায় । তাই যদি "স্বর্গীয় কুকুর" বলে কিছু থেকেও থাকে তাহলে তাদের সংখ্যা হবে অসংখ্য ।
|
|
|