v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-16 21:54:31    
কেন বলি মহাশূন্য সীমাহীন ?

cri
    মহাশূন্য সীমাহীন । এ পযর্ন্ত কেউই জানেন না যে ,মহাশূন্য কত বড় । মহাশূন্যের সীমা কোথায় এই প্রশ্নের উত্তর বৈজ্ঞানিকরা পযর্ন্ত দিতে পারেন না । কিছু বৈজ্ঞানিকের অনুমান ,মহাশূন্যে প্রায় একশো বিলিয়নেরও বেশী গ্যালাক্সি আছে ,আর ছায়াপথ সেগুলোর মধ্যে একটি মাত্র । শুধু ছায়াপথেই একশো বিলিয়নেরও বেশী নক্ষত্র আছে ,আমাদের অতিপরিচিত সূয সেগুলোর মধ্যে সাধারণ একটি মাত্র ।

    মহাশূন্য এত বিশাল যে ,আলোকবর্ষ দিয়ে নক্ষত্রগুলোর মধ্যকার ব্যবধান হিসাব করতে হয় । আলো এক বছরের মধ্যে যত ব্যবধান অতিক্রম করে ,এক আলোকবর্ষের ব্যবধান ততই ,অথার্ত্ প্রায় দশ হাজার বিলিয়ন কিলোমিটার ।

    আমাদের পৃথিবী সৌরজগতে অবস্থিত । এই সৌরজগতের কথাই ধরা যাক , তার দুই প্রান্তের মধ্যে সরাসরি ব্যবধান প্রায় বারো বিলিয়ন কিলোমিটার । যদি আমরা আলোর গতির মতো দ্রুত রকেটযোগে ছায়াপথে ভ্রমণ করতে যাই তাহলে ছায়াপথের কেন্দ্রস্থলে পৌঁছুতে অন্তত: তেইশ হাজার বছর সময় লাগবে । ছায়াপথের ব্যাস এক লক্ষ আলোকবর্ষ ।

    যদি আমরা আলোর গতির মতো দ্রুত রকেটযোগে মহাশূন্যে ভ্রমণ করতে যাই তাহলে সূযের নিকটতম নক্ষত্র স্ব-প্রজ্জ্বলিত নক্ষত্রে পৌঁছুতে অন্তত: চার বছর সময় লাগবে । পৃথিবী থেকে এর দূরত্ব চার দশমিক তিন আলোকবর্ষ অথার্ত্ চল্লিশ হাজার ছয়শো আটাত্তর বিলিয়ন কিলোমিটার । যদি একই বেগে অব্যাহতভাবে আরো সামনে এগিয়ে যাই তাহলে আরেকটি গ্যালাক্সিতে পৌঁছুতে এক লক্ষ ষাট হাজার বছর সময় লাগবে ।

    মহাশূন্যের শেষ যে কোথায় ? এ পযর্ন্ত বৈজ্ঞানিকরা পরিমাপক যন্ত্র ব্যবহার করে মহাশূন্যে ত্রিশ কোটি আলোকবর্ষ দূরের জায়গা দেখতে পেয়েছেন এবং সেখানে অনেক গ্যালাক্সি আবিষ্কার করেছেন । কোনো কোনো জ্যোতিবির্দ এমন কি দশ বিলিয়ন আলোকবর্ষেরও বেশী দূরের জায়গায় গ্যালাক্সির অস্তিত্ব পযবেক্ষণ করতে পেরেছেন । আরো দূরের জায়গা আমাদের কাছে এখনো একটি প্রশ্নচিণ্হ । মহাশূন্য সীমাহীন ,হয়তো তার আদৌ কোনো সীমা নেই ।