|
|
(GMT+08:00)
2005-06-15 13:18:31
|
ডেনমার্কের প্রধানমন্ত্রী রাসমুস্সেন
cri
আনদেরস ফোগ রাসমুস্সেন ১৯৫৩ সালের ২৬ জানুয়ারী জন্মগ্রহণ করেন । তিনি আর্হুস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার ডিগ্রী লাভ করেন । ১৯৭৮ সালে তিনি সংসদীয় সদস্য নির্বাচিতহন । ১৯৮৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ফ্রী পার্টির ভাইস-চেয়ারম্যান ছিলেন ।১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি কর মন্ত্রী ছিলেন । ১৯৯০ সালের ডিসেম্বর থেকে ১৯৯২ সালের জানুয়ারী পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন । ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ফ্রী পার্টির মুখপাত্র নির্বাচিতহন । ১৯৯৮ সালে তিনি ফ্রী পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন । ২০০১ সালের নভেম্বর মাসে তিনি প্রধানমন্ত্রী হন । ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে, যৌথ সরকার--ফ্রী পার্টি আর গণ পার্টি সংসদীয় নির্বাচনে বামপন্থী সামাজিক ডেমোক্র্যটিক পার্টি বিজয় লাভ করে, রাসমুস্সেন নেতৃত্বে বামপন্থী সরকার আগামী ৪ বছর মেয়াদকালের সরকারে থাকবে ।
তাঁর তিনজন সন্তান রয়েছে । ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে রাসমুস্সেন চীন সফর করেন ।
|
|
|