তোগোর সাধারণ নির্বাচনে মানবাধিকার লংঘনের ঘটনা তদন্তের জন্য জাতি সংঘের বিশেষ গ্রুপ ১৪ জুন তোগোর রাজধানী লোমে বলেছে , এই গ্রুপ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ।
জানা গেছে , জাতি সংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কর্মকর্তা মাদাম লোইস আর্বুর ৬ জন কর্মকর্তার এই গ্রুপ নিযুক্ত করেছেন । তোগোর সাধারণ নির্বাচনে যে বিভিন্ন রকমের মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে , তাঁরা দু'সপ্তাহের মধ্যে এই সব ঘটনা তদন্ত করবেন । তাঁরা তোগোর প্রতিবেশী দেশ ঘানা ও বেনিনে তোগোর শরনার্থীদের খোঁজ খবরও নেবেন ।
|