আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাসচিব মোহামেদ এল বারাডেই ১৪ তারিখে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতা চালাতে থাকবে, যাতে কোরিয়া উপদ্বিপের পারমাণবিক সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা যায়।
বারাডেই একইদিনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের সম্মেলনে এই কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার উচিত তার পারমাণবিক উন্নয়ন পরিকল্পনা পরিহার করা। একইসময় , নিরাপত্তার ব্যাপারে উত্তর কোরিয়ার উত্কন্ঠাও বিশ্ব সমাজের পুরোপুরি বিবেচনা করা উচিত।
তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আন্তর্জাতিক সমাজের সঙ্গে মিলে কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের ফলপ্রসু উপায় অন্বেষণ করবে।
|