চীনের তাইওয়ানের আদিবাসীদের একটি প্রতিনিধিদল ১৪ জুন সকালে জাপানের ইয়াসুকুনি সমাধিতে যেতে চেয়েছিল, যাতে সেই সমাধিস্থান থেকে তাদের তাইওয়ানের আদিবাসীদের পূর্বপুরুষদের নাম বাদ দেয়ার দাবি জানানো যায় । কিন্তু জাপানের দক্ষিণপন্থী ব্যক্তি আর জাপানের পুলিশ তাদের বাধা দিয়েছে ,ফলে প্রতিনিধিদলটি ইয়াসুকুনি সমাধিতে প্রবেশ করতে পারে নি ।
তাইওয়ানের আদিবাসীদের প্রতিনিধিদলটিতে রয়েছেন ৬০ জনসদস্য । তাঁরা ১৩ জুন টোকিওতে গিয়ে পৌঁছেছেন এবং জাপানে সপ্তাহব্যাপী সফর করবেন, সফরকালে তাঁরা ইয়াসুকুনি সমাধি থেকে তাইওয়ানী আদিবাসীদের পূর্বপুরুষদের নাম বাদ দেয়ার দাবি জানানো ইত্যাদি তত্পরতা চালাবেন।
|