১৫ই জুন হচ্ছে "দক্ষিণ ও উত্তর কোরিয়ার অভিন্ন ঘোষণাপত্র" প্রকাশের পঞ্চম বার্ষিকী । এই উপলক্ষে স্বজাতির একীভুত উদযাপনী উত্সবে অংশ নেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার একটি বিরাট প্রতিনিধিদল ১৪ জুন উত্তরকোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গেছে । প্রতিনিধিদলটিতে রয়েছেন সরকারের ৪০ জন প্রতিনিধি এবং ২৯৫ জন বেসরকারী প্রতিনিধি । ১৪ জুন তাঁরা আলাদা দুটি বিমানযোগে সেখানে গেছেন ।
দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং দোং-ইয়ৌং এই প্রতিনিধিদলের নেতৃত্ব করছেন ।
সফরকালে দক্ষিণকোরিয়ার সরকারী প্রতিনিধিদল উত্তরকোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিম গিনামের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে একত্রে "১৫ই জুন দক্ষিণ -উত্তর সরকারের অভিন্ন তত্পরতায়" অংশ নেবে ।
জানা গেছে, সম্ভব হলে দক্ষিণকোরীয় প্রতিনিধিদলটি উত্তরকোরিয়ার শীর্ষ নেতা কিম জুং ইলের সঙ্গে সাক্ষাত্ করবে এবং কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'-পক্ষীয় বৈঠক ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করবে ।
|