চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৪ জুন বেইজিংয়ে নিয়তিম সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের কেন্দ্রীয় সরকার সর্বদাই যে কোনো ওজুহাতে যে কোনো দেশে গিয়ে দালাই লামার রাজনৈতিক তত্পরতা চালানোর বিরোধীতা করে।
সম্প্রতি দালাই' এর সুইডেন সফর প্রসঙ্গে সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় লিউ চিয়ান ছাও বলেছেন, দালাই এক জন সরল ধর্মীয় ব্যক্তি নন, বরং ধর্মের ওজুহাতে চীনকে বিচ্ছিন্নএবং জাতির সংহতি বিনষ্ট করতে তত্পর একজন রাজনৈতিক ফেরারি। চীনের কেন্দ্রীয় সরকার দালাই'র সঙ্গে আলোচনার দ্বার সবসময় খোলারাখে, তবে তার শর্ত হচ্ছে দালাইকে স্বদেশ বিচ্ছিন্ন করার যাবতীয় তত্পরতা বন্ধ করতে হবে। চীন পক্ষ সংশ্লিষ্ট দেশের উদ্দেশ্যে এক চীন নীতিতে অবিচল থাকা, তিব্বতের স্বাধীনতার বিরোধীতা করার প্রতিশ্রুতি অনুসরণ করা, ভালোভাবে সংশ্লিষ্ট সমস্যা নিষ্পত্তি করার তাগিদ দেয়, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত না হয়।
|