চীনের উন্নয়ন বিষয়ক উর্ধ্বতন ফোরাম ২০০৫ এর বিশেষ আন্তর্জাতিক সেমিনার এই মাসের দ্বিতীয়ার্ধে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। এখন নানা প্রস্তুতিমূলক কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এবারকার সেমিনারের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে "মিতব্যয়ী সমাজ গড়ে তোলা"। তখন দেশি-বিদেশি সরকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সহ প্রায় ১৫০ জন সেমিনারে উপস্থিত থাকবেন। সেমিনারে অংশগ্রহণকারীরা চক্রাকার অর্থনীতি, খনিজ সম্পদ এবং ভূমির মিতব্যয়, শহরায়নে সম্পদের মিতব্যয় ইত্যাদি সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় এবং আলোচনা করবেন।
জানা গেছে, এবারকার সেমিনার চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত হবে। তারা আশা করে, এবারকার অধিবেশনের মাধ্যমে শক্তি সম্পদ এবং পানির মিতব্যয় , সম্পদের সার্বিক সদ্ব্যবহার ইত্যাদি বিদেশের সাফল্যজনক উপায় এবং অভিজ্ঞতা শিখতে পারে, যাতে আরো দ্রুতভাবে চীনে মিতব্যয়ী ধরণের সমাজ গড়ে তোলা যায়।
|