চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার চৌ ইউ খাং ১৪ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের ষষ্ঠ জাতীয় উকিল অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় বলেছেন , সর্বস্তরের উকিলদের উচিত আইন অনুসারে স্বাভাবিক অর্থনৈতিক শৃংখলা সুরক্ষা করা এবং চীনের সমাজতান্ত্রিক গণতন্ত্র ও আইন ব্যবস্থার পূর্ণাংগতা নিশ্চিত করা ।
তিনি বলেছেন , গত কয়েক বছরে চীনে উকিল বিষয়ক কাজকর্ম দ্রুত প্রসারিত হয়েছে । সর্বস্তরেরউকিলরা আইনের ন্যায়পরায়নতা সুরক্ষা করা আর আইন অনুসারে দেশ পরিচালনা তরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিনত হয়েছে । তিনি জোর দিয়ে বলেছেন , উকিলদের উচিত দেশের বিরাট অর্থনৈতিক সংস্কার ও তত্পরতা আর বহু মালিকানাধীন ব্যবসায়িক তত্পরতায় পুরোপুরি ভূমিকা পালন করা ।
চীনে উকিলদের সংখ্যা ১ লক্ষ ২০ হাজারে দাঁড়িয়েছে ।
|