ইরাকের উত্তরাঞ্চলের শহর কিরকুক এবং রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের কান'আন অঞ্চল ১৪ জুন পৃথক পৃথক দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে, এতে মোট ২৮ জন নিহত , কয়েক ডজন লোক আহত হয়েছে।
প্রথম বিস্ফোরণ ঘটেছে সেদিন সকাল ৯টায়, এক জন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক গায়ে বেঁধে কিরকুকের একটি ব্যাঙ্কের সামনে লোক-সমাবেশের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, এতে ১৮ জন নিহত, ৫৩ জন আহত হয়েছে।
দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে বাগদাদের উত্তর-পূর্বাংশের ৪৫ কিলোমিটার দূরে কান'আন অঞ্চলে। বহু ইরাকী সৈনিক সহ দশ বারো জন লোক এতে হতাহত হয়েছেন।
ইরাকের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী ও সরকার বিরোধী সশস্ত্র শক্তি নিরন্তরভাবে সরকারী কর্মকর্তা এবং পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে।
|