চীনের রাষ্ট্রীয় বনশিল্প ব্যুরোর উপমহাপরিচালক চু লিয়ে খে ১৪ জুন পেইচিংয়ে বলেছেন , চীনে মরুকরণ সম্প্রসারণের প্রবনতা মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে । সাম্প্রতিক ৫ বছরে চীনে মরুভূমি আর মরুপ্রায় ভূমির মোট আয়তন বছরে গড়পড়তা ৮৮০০ বর্গকিলোমিটার কমে যাচ্ছে ।
চু লিয়েখে ১৪ জুন এক তথ্যজ্ঞাপন সভায় চীনে মরুভুমি আর মরুকরণের সর্বশেষ জরীপের ফলাফল প্রকাশ করেছেন । তিনি বলেছেন , বর্তমানে চীনে ভূমির মরুকরণের মাত্রা কিছুটা কমে গেছে, ১৯৯৯ সালের তুলনায় চীনের বেশির ভাগ প্রদেশ আর অঞ্চলে মরুভুমি আর মরুপ্রায় ভুমির আয়তন কমে যাওয়ার প্রবনতা দেখা দিয়েছে ।
তবে তিনি মন্তব্য করেছেন, চীনের মরুভূমি আর মরুকরণ প্রতিরোধ আর সংস্কারের কর্তব্য এখনও খুব কঠিন । বর্তমান গতিতে সংস্কার করতে গেলে মরুকরণের সমস্যা সমাধান করতে ২০-৩০ বছরেরও বেশী সময় লাগবে।
|