|
|
(GMT+08:00)
2005-06-14 16:38:14
|
|
মোবাইল তৈরী বন্ধ করে দিচ্ছে সিমেন্স
cri
শীর্ষ স্থানীয় মোবাইল ফোন নির্মাতা জার্মানির সিমেন্স গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে, তারা সিমেন্স মোবাইল হ্যান্ড সেট ইউনিট বেনকিউ কোম্পানির কাছে বিক্রয় করে দিতে যাচ্ছে। বেনকিউ হলো তাইওয়ানের শীর্ষ স্থানীয় ইলেক্ট্রনিক্স সামগ্রী নির্মাতা। বিশ্বের সেরা পাঁচটি মোবাইল কোম্পানির অন্যতম সিমেন্স গত বছর মোবাইল ফোন উত্পাদন ও বিপণনে ৫.৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে। ২০০৪ সাল থেকেই সিমেন্স কোম্পানির ক্ষতির মাত্রা বেশি হতে থাকে। জার্মানি প্রকৌশলীদে তত্ত্বাবধানে এবং তাইওয়ানে বেনকিউ কোম্পানির বদৌলতে এই সমস্যার একটি সুরাহা হয়েছে, যা ক্ষতি ঘুচিয়ে তারা প্রতি সেন্টে ২.৫ সেন্ট লাভ করার কথাও জানিয়েছে। গত সপ্তাহে তাই সিমেন্সের শেয়ার বাজারেও নামে ধস। মূলতঃ অধিক প্রকৌশলী ব্যবহার এবং কমিউনিকেশন নেটওয়ার্কের দোটানা মনবিত্তিই সিমেন্স কোম্পানির ধসের মূল কারণ। পাশাপাশি বিশ্ব জুড়ে জিএসএম মোবাইল ফোন সেটের মূল্য ব্যাপক কমে যাওয়াটাকেও কারণ বলে মনে করা হচ্ছে। তবে সিমেন্স এর প্রযুক্তি ব্যবহার করেই বেনকিউ নতুন মোবাইল সেট তৈরি ও তা বিপণন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে পূর্বের ক্ষতি ঘুচেও লাভের মুখ দেখবে বেনকিউ। তারা বাত্সরিক ১০.২ বিলিয়ন ডলার লাভের কথা চিন্তা করছে। তবে সিমেন্স কোম্পানির ব্লু-চীপের ব্যবহার অপরির্তিত থাকবে বলে জানিয়েছেন বেনকিউ।
(দৈনিক ইত্তেফাক)
|
|
|