১৩ তারিখে বৈরুতে লেবানেন সরকার সাবেক প্রধানমন্ত্রী হারিরির গুপ্তহত্যা বিষয়ক আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সমোঝতা স্মারকলিপি স্বাক্ষর করেছে ।
লেবানেনের আইনমন্ত্রী খালেদ কাব্বানি এবং আন্তর্জাতিক তদন্ত কমিটির দায়িত্বশীল ব্যক্তি দেটলেভ মেহলিস স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ।
স্বাক্ষর করার পর খালেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সমোঝতা স্মারকলিপিতে আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গেলেবানেনের আইন ও নিরাপত্তা সংস্থার সহযোগিতার ব্যবস্থা, নীতি ও আওতা নির্ধারিত হয়েছে । স্মারকলিপি অনুযায়ী, আন্তর্জাতিক তদন্ত কমিটি নিরাপত্তা পরিষদের ১৫৯৫ নম্বরপ্রস্তাব অনুযায়ী হারিরির গুপ্তহত্যা স্বাধীনভাবে তদন্ত করার সময়ে, লেবানেনের সরকারী ও বেসরকারী সংস্থার যে কোনো ব্যক্তিকে এবং প্রশ্নের সঠিক পেতে যাকে আনা দরকার মনে করা হলে তাকে তলব করার অধিকার আন্তর্জাতিক তদন্ত কমিটির আছে ।
২৬ মে আন্তর্জাতিক তদন্ত কমিটি বৈরুতে পৌঁছেহারিরির গুপ্তহত্যা তদন্ত করতে শুরু করেছে ।
|