১৩ তারিখে জাতিসংঘের ৫৯তম সাধারন পরিষদের সম্মেলনে সুইডিশ জেন এলিয়াসন জাতিসংঘের ৬০তম সাধারন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জাতি সংঘের সাধারন পরিষদের চেয়ারম্যান জেয়ান পিং এলিয়াসনকে অভিনন্দন জানিয়েছেন। জেয়ান পিং বলেছেন, এলিয়াসনের অনেক কূটনৈতিক অভিজ্ঞতা আছে, তিনি বিশ্বাস করেন, জাতিসংঘের সংস্কারের জন্য এলিয়াসন অবদান রাখতে পারবেন।তিনি আরো বলেছেন, তাঁর কার্যমেয়াদের শেষ তিন মাসে এলিয়াসনের কাছে চেয়ারম্যানের দায়িত্বভার হস্তান্তরিত হবে।
এলিয়াসন জাতিসংঘে নিযুক্ত সুইডেনের স্থায়ী প্রতিনিধি, মহাসচিব কোফি আন্নানের ইরাক ও ইরান বিষয়ক বিশেষদূত এবং জাতিসংঘের প্রথম মানবতাবাদ বিষয়ক উপ মহাসচিব ছিলেন।
|