মার্কিন প্রেসিডেন্ট বুশ ১৩ তারিখে হোয়াইট হাউসে বোটসওয়ানা, ঘানা, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার ইত্যাদি ৫টি আফ্রিকান দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আফ্রিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য এবং ঝৃণ মওকুফ ইত্যাদি বিষয়ে মত বিনিময় করেছেন।
বৈঠকে বুশ আরো বলেছেন, ঝৃণ মওকুফ আর অবাধ বানিজ্য হচ্ছে আফ্রিকার গণতন্ত্র ত্বরান্বিত করার কার্যকর উপায়। আফ্রিকার উন্নয়নকে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন করবে। তিনি এইডস প্রতিরোধে আফ্রিকাকে সাহায্য করার প্রতিশ্রুতিআবার উল্লেখ করেছেন।
উল্লেখ্য ১১ তারিখে আটটি রাষ্ট্র গোষ্ঠীর সম্মেলনে ১৮টি সবচেয়ে গরীব দেশের মোট চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের ঝৃণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এদের অধিকংশ দেশই আফ্রিকান দেশ।
|