১৩ জুন নাইজেরিয়ার রাজধানী আবুজায় সুদানের সরকার এবং দার্ফুর এলাকায় দুটি সরকার বিরোধী সশস্ত্র দল আবার শান্তি আলোচনা শুরু করেছে।
আফ্রিকান ইউনিয়নের একজন কর্মকর্তা জানিয়েছেন, একইদিনে দু'পক্ষের শান্তি আলোচনার প্রধান আলোচ্যবিষয় হলো সুদানের বিভিন্ন পক্ষের অধিষ্ঠান অনুযায়ী এবারকার শান্তি আলোচনা সম্পর্কে আফ্রিকান ইউনিয়ন সহ মধ্যস্থতাকারীদের তৈরী একটি খসড়া ঘোষণাপত্র। আফ্রিকান ইউনিয়নের একজন কর্মকর্তা বলেছেন, আলোচনায় দু'পক্ষ যাতে মতৈক্যে পৌঁছে এবং অবশেষে শান্তি চুক্তি স্বাক্ষর করে তার জন্য মধ্যস্থতাকারীরা প্রচেষ্টা চালাচ্ছে।
সুদানের দার্ফুর সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা আলোচনা ১০ তারিখে আবুজায় অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দু'পক্ষের মতভেদ থাকায় দু'পক্ষের মুখোমুখি শান্তি আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে।
|