১৩ জুন মার্কিন সরকার আবার ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করতে অস্বীকার করেছে ।
মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্কোট ম্যাকলেল্লান সেদিন ওয়াশিংটনে অনুষ্টিত একটি সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন , কর্তব্য পালনের পর মার্কিন বাহিনী ইরাক থেকে সরে যাবে । তিনি বলেছেন , যেদিন ইরাকে মার্কিন বাহিনীর প্রয়োজন নেই , সেদিন মার্কিন বাহিনীকে ইরাক থেকে প্রত্যাহার করা হবে ।
এর আগে , রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদের সদস্য ওলটার জোনস মার্কিন তথ্য মাধ্যমের সাক্ষাত্কার নেয়ার সময় বলেছেন , কংগ্রেস যাতে আইন প্রণয়ন করে ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সূচি তৈরী করে তার জন্য তিনি প্রয়াস চালাবেন ।
ইউ এস এ টুডেই পত্রিকায় ১৩ তারিখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপের রিপোর্ট থেকে জানা গেছে , প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক মনে করে সরকারকে ইরাক থেকে সমস্ত বা আংশিক সৈন্য প্রত্যাহার করতে হবে ।
|