|
 |
(GMT+08:00)
2005-06-13 21:29:02
|
 |
স্পন্দন রেডিও লিসনার্স ক্লাব
cri
৮ই মার্চ বিশ্ব নারী দিবস। আমাদের ক্লাবের সকল সদস্য একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে উপনিত হয় যে, আমরা এ বছর নারী দিবস পালন করবো। সবার মতামত নিয়ে আমরা আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠে হলুদ লাল কাগজ দিয়ে সাজিয়ে ছিলাম। রোদ্রউজ্জ্বলসকালে শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথিবর্গ ছিলেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার ও মুরব্বীগণ। আমরা আগে থেকে বিশ জন নারীকে আমন্ত্রণ কার্ড দিয়ে ছিলাম। তারা সাদরে সেই কার্ড গ্রহণ করে এবং আমাদের অনুষ্ঠানে হাজির হন। আমাদের অনুষ্ঠানের নাম ছিল "বিশ্ব নারী প্রতিষ্ঠা দিবস"। আমরা সবাই হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে শোভাযাত্রা করেছিলাম। শোভাযাত্রাশেষে আমরা সবাই উপস্থিত হলাম আমাদের মূল অনুষ্ঠানে। অনুষ্ঠানে সবার বক্তব্য শেষে আমি মঞ্চে বক্তব্য রাখলাম। আমি সি আর আই বাংলা বেতারের সকল বিষয়ে আলোচনা করলাম এবং সবাইকে আমার পক্ষ থেকে নববর্সের শুভেচ্ছা পত্র ২০০৫ ছোট ক্যালেন্ডার দিলাম। আপনারা জেনে অবাক ও খুশি হবেন যে, অনুষ্ঠানের সমাপ্তির শেষে নতুন ৫ জন মেয়ে এবং ৪ জন ছেলে আমাদের ক্লাবের সদস্য হয়েছেন। যাদের প্রত্যেকের রেডিও সেট রয়েছে এবং তারা নিয়মিতভাবে সি আর আইকে চিঠি লিখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
---বাংলাদেশের ঝিনাইদহ জেলার স্পন্দন রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এস এম আব্দুর রহিম
|
|
|