১৩ তারিখে প্রকাশিত সিংগাপুরের লিয়েনহোচাওপাও পত্রিকার একটি প্রবন্ধে মনে করা হয়েছে , চীন-জাপান সম্পর্ক উন্নয়নের চাবিকাঠি জাপানের মনোভাবের ওপর নির্ভরশীল । বর্তমানে দুদেশের সম্পর্কের অবনতি রোধ করতে হলে জাপানের দরকার চীনের প্রতি তার নীতি ও দৃষ্টান্ত সংশোধন করা ।
প্রবন্ধে বলা হয়েছে , চীন-জাপান সম্পর্ক যেমন দুদেশের মৌলিক সম্পর্ক , তেমনি এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার সংগেও জড়িত । সুতরাং এটি এশিয়ার বিভিন্ন দেশ আর গোটা বিশ্ব সমাজের গুরুত্বপূর্ণ স্বার্থের সংগেও সম্পর্কিত ।
|