১৩ তারিখে প্রকাশিত হংকং আর ম্যাকাও'র পত্র-পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে , চীন আর ই ইউ'র মধ্যে স্বাক্ষরিত প্রটোকল একটি শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছে । তা যেমন দুপক্ষের বস্ত্রপন্য বানিজ্যের জন্য স্থিতিশীল ও উজ্জ্বল ভবিষ্যত বয়ে এনেছে , তেমনি তা চীন-মার্কিন বস্ত্রপন্য বানিজ্যের বিরোধ নিরসনের জন্যও অনুকুল হবে ।
হংকংয়ের উয়েনহুই পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে , চীন-ই ইউ বানিজ্য বিরোধ নিষ্পত্তির ব্যাপারে যে মতৈক্য অর্জিত হয়েছে , তাতে রননৈতিক দিক থেকে পারস্পরিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে দুপক্ষের সদিচ্ছা প্রতিফলিত হয়েছে । তারা বানিজ্য বিরোধের দরুণ দুপক্ষের সার্বিক ও সুষ্ঠু সহযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়া কাম্য নয় ।
ম্যাকাও ডেইলি পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে , চীন- ই ইউ বস্ত্রপন্য বানিজ্যের বিরোধ নিরসন হবার সংগে সংগে জনমত চীনের ৭ ধরনের বস্ত্রপন্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাধা-নিষেধের ওপর নজর রাখছে ।
|