২০০৪ সাল নাগাদ চীনের ৬০টিরও বেশী স্থলবন্দরে আন্তর্জাতিক মাল পরিবহন লাইন চালু হয়েছে। এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীন ১৪০টিরও বেশী যাত্রী পরিবহন লাইনও চালু করেছে।
চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ফেং জেং লিন ১৩ জুন পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ২০ বছর চীনের আন্তর্জাতিক মাল পরিবহনে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। চীন রাশিয়া, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের সঙ্গে ১০টি সরকারী দ্বিপাক্ষিক সড়ক পরিবহন চুক্তি স্বাক্ষর করেছে এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে ৩টি আন্তঃসরকার বহু পাক্ষিক পরিবহন চুক্তি স্বাক্ষর করেছে। এর সুবাদে চীনের স্থল পরিবহন শিল্পের বহুমূখী কাঠামো প্রতিষ্ঠিত হচ্ছে।
|