১৩ তারিখে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর ই ইউর উত্পাদিত বিশেষ ধরনের টেকসই কাগজ আমদানীর ওপর চীন ডাম্পিং বিরোধী তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৩ তারিখ থেকেই এই তদন্তের মামলা দায়ের করা হয়েছে ।
চীনের ডাম্পিং-বিরোধী নিয়মবিধি অনুযায়ী উপরোক্ত দুটি অঞ্চলে তৈরী বিশেষ টেকসই কাগজের ডাম্পিং, ডাম্পিংয়ের মাত্রা এবং তাতে চীনের টেকসই কাগজ শিল্পের ক্ষতি এবং ক্ষতির মাত্রা ইত্যাদি নিয়ে তদন্ত চালানো হবে । সাধারনত তদন্ত এক বছর চলবে , তবে বিশেষ অবস্থা দেখা দিলে তদন্তের মেয়াদ আরও আধ বছর বাড়ানো যাবে ।
উপরোক্ত বিশেষ কাগজে যে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় , তা মেঝের উপরিভাগে লাগানো হলে মেঝে বেশী মজবুত এবং ঝকঝকে হবে , এই কাগজের ঘর্ষণ প্রতিরোধের গুণ আছে।
|