অস্ট্রেলিয়া ১৩ জুন পূর্ব টিমোর থেকে তার শেষ কিস্তির শান্তিরক্ষী সৈন্যদল প্রত্যাহার শুরু করেছে। এর ফলে পূর্ব টিমোরে তার ছ'বছর-ব্যাপী শান্তিরক্ষী তত্পরতার ইতি ঘটেছে।
এ তত্পরতার অবসানের নিদর্শন হিসেবে ঘাঁটি হস্তান্তর অনুষ্ঠান পরিকল্পনা অনুযায়ী ১৩ জুন পূর্ব টিমোর ও ইন্দোনেশিয়া-সংলগ্ন মোলিয়ানা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। তখন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা মোলিয়ানা ঘাঁটি পূর্ব টিমোরের কাছে হস্তান্তর করার কথা। জানা গেছে, অস্ট্রেলিয়ার সৈন্য প্রত্যাহার কার্যক্রম ২৪ জুন শেষ হবে। তার পর অস্ট্রেলিয়া পূর্ব টিমোর বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে সাহায্য করবে।
১৯৯৮ সালের আগস্ট মাসে জাতিসংঘের উদ্যোগে পূর্ব টিমোর গণভোটের মাধ্যমে স্বাধীন হওয়ার পর থেকে ইন্দোনেশিয়া পন্থী এবং স্বাধীনতা পন্থী দলগুলোর মধ্যে অব্যাহত সংঘর্ষ ঘটছিলো বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী পূর্ব টিমোরে মোতায়েনের প্রস্তাব গৃহিত হয়।
১৯৯৯ সালে অস্ট্রেলিয়া তার ৫ হাজার সৈন্যকে শান্তিরক্ষী দায়িত্ব পালন করতে পূর্ব টিমোরে পাঠিয়েছে।
|