১৯৫৬ সালের ১৩ জুন সকালে চূড়ান্ত শক্তির প্রতীক হিসেবে বৃটিশ সৈন্যবাহিনীর অফিসার আর অন্যান্য ব্যক্তিরা সাইদ বন্দর ত্যাগ করে। যার ফলে সুয়েজ খাল অঞ্চলে বৃটেনের ৭২ বছরব্যাপী দখল নীরবে সমাপ্ত হয়েছে। সে দিন থেকে মিশর এই মহান পূর্ব-পশ্চিম জল পথ রক্ষা করার সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করে।
অনেক মিশরীয় পাঁচ দিনব্যাপী আড়ম্বরপূর্ণ উদযাপনী অনুষ্ঠান আত্ম-নিয়োগ করেন। এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নাসের মিশরের জনগণকে বললেন, ১৯ জুন তারা জেগে উঠবেন এবং একটি " গর্বোজ্জ্বল নতুন যুগে" প্রবেশ করবেন।সিসর আর সাম্রাজ্যবাদী শাসনাধীন মিসর নয়।যদিও তাদের হারানো এই গুরুত্বপূর্ণ ভূমি সম্বন্ধে ব্রিটাশরা কাতর , তবু তারা এ ব্যাপারে হস্তক্ষেপ না করার ইচ্ছা প্রকাশ করেন।এক জন ব্রিটিশ সামরিক অফিসার বললেন, " আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিদায় নেওয়ার আগে আমরা গান আর নাচ করবো না।"
কিন্তু ব্রিটেন এই অঞ্চলে তার একটি সামরিক লজিস্টিক্ম ঘাঁটি বজায় রাখে।
|