ইরাকে অপহরণের ১৫৭ দিন পর , ফ্রান্সের মুক্তি পাওয়া সংবাদদাতা আউবেনাস ১২ তারিখে প্যারিসে ফিরে গেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট সিরাক, আউবেনাসের পরিবার পরিজন এবং তাঁর সংবাদ মহলের সহকর্মী ও বন্ধুরা বিমান বন্দরে তাঁকে সাগত জানিয়েছেন।আউবেনাস বিমান বন্দরে নিরাপদে ফ্রান্স ফিরে যেতে তাঁকে যারা সাহায্য করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
৪৩ বছর বয়সী আউবেনাস ফ্রান্সের "লা লিবেরেশন পত্রিকার" অভিজ্ঞ সংবাদদাতা। এবছরের জানুয়ারী মাসের ৫ তারিখে , আউবেনাস আর তাঁর ইরাকী অনুবাদক এবং গাইড সায়াদি বাগদাদে অপহিত হন। কয়েক মাস ধরে, ফ্রান্স সরকার কূটনৈতিক , ধর্মীয়, বেসরকারী সুত্রে তার মুক্তির জন্য অপহরণকারীদের সঙ্গে যোগাযগ করেছে, "লা লিবেরেশন"আর ফ্রান্সের বিভিন্ন বেসরকারী সংস্থাও নানা সভায় তাঁর মুক্তির উপায় নিয়ে আলোচনা করেছে।
|