১২ জুন মিসরের রাজধানী কায়রোতে সুদান সরকারের সঙ্গে বিরোধী দল জাতীয় গণতান্ত্রিক ইউনিয়নের নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষই আশা করে, আলোচনার শেষে একটি চুড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে।
মিসরে সুদানের রাষ্ট্রদূত একইদিনে বলেছেন, সুদান সরকার ও জাতীয় গণতান্ত্রিক ইউনিয়ন চলতি বছরের জানুয়ারী মাসে স্বাক্ষরিত একটি প্রাথমিক চুক্তিতে তাদের প্রধান সমস্যা সমাধান করেছে। বর্তমানে দু'পক্ষ প্রধানত এই চুক্তির কার্যকরী করণ সম্পর্কে মতৈক্যে পৌঁছাবে।
জাতীয় গণতান্ত্রিক ইউনিয়নের মুখপাত্র বলেছেন, মিসরের ইতিবাচক মধ্যস্থতায় এবারকার আলোচনায় দু'পক্ষেরচুড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভবনা আছে।
|