আমস্টারডাম থেকে এএফপি। রোববার এখানে অনুষ্ঠিত বলিউডের অস্কার পদক বিতরণী অনুষ্ঠানে ভারতীয় বিমান চালক ও তার পাকিস্তানী প্রেয়সীর মধ্যে রোমিও জুলিয়েটের মত অসাধারণ প্রেম কাহিনীই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। উল্লেখ্য, 'বীর জারা' শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং এ ছবির পরিচালক ইয়াস চোপড়া শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককের পুরস্কারটি লাভ করেন। বলিউডের নামীদামী সকল তারকা ভারতীয় চলচ্চিত্র শিল্পের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা অস্কার নামে খ্যাত তা দেখার জন্য শনিবার আমস্টারডামে এসে জড়ো হন। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ) ২০০০ সাল থেকে 'মেড ইন বোম্বে' নামে খ্যাত তার চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরার জন্য ভারতের বাইরে এ জাতীয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে আসছে।'বীর জারা' তার ঝুলিতে পুরেছে ৬টি পুরস্কার। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সাবেক 'মিস ওয়াল্র্ড' ঐশ্বরিয়া রায় ও ভারতীয় চলচ্চিত্রের সুপার স্টার অমিতাভ বচ্চন।
(দৈনিক ইত্তেফাক)
|