ই ইউর পররাষ্ট্র-বিষয়ক কর্মকর্তা মাদাম ওয়াল্ডনার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে ই ইউর মাত্রাতিরিক্ত দ্রুত সম্প্রসারণ সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য প্রকাশ করেছেন ।
ওয়াল্ডনার বলেছেন, ই ইউর সম্প্রসারণ রাজনৈতিক আর অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে ইতিবাচক ফল এনে দিয়েছে, কিন্তু ২০০৪ সালে ই ইউর ইতিহাসে বৃহত্তম সম্প্রসারণের ফল হজম করতে বেশ কিছু সময় লাগবে । তিনি জোর দিয়ে বলেছেন, পরবর্তীকালে শুধু যে সব দেশ ই ইউর অন্তর্ভুক্ত হবার যোগ্যতা পুরোপুরি পূরণ করেছে, সেই সব দেশই -কেবল ই ইউর নতুন সদস্য হতে পারবে ।
তিনি একই সময়ে আশা প্রকাশ করেছেন , আগামী সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ই ইউর শীর্ষ সম্মেলণে ই ইউর সদস্যদেশগুলো ই ইউর পরবর্তী সময়পর্বের অভিন্ন বাজেট সম্পর্কে আপোষ করতে পারবে ।
|