চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইউ সম্প্রতি চীনের বৃহত্তম নদী ইয়াংসি অববাহিকার হুইপেই প্রদেশে কর্ম- পরিদর্শনের সময়ে বলেছেন, বর্তমানে বন্যা প্রতিরোধের কাজ এক চাবিকাঠিমূলক পর্বে প্রবেশ করেছে, সরকারের বিভিন্ন বিভাগের উচিত বন্যাজনিত ক্ষতি যথা সম্ভব কমানোর জন্য আইন অনুসারে বন্যা প্রতিরোধের মিলিত প্রয়াস চালানো ।
গত মে মাস থেকে ইয়াংসি নদীর মধ্য অববাহিকা অঞ্চলে প্রবল বৃষ্টি পড়েছে এবং বৃষ্টিপাত ক্রমেই বেড়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে । কতকগুলো শাখানদীর পানির উচ্চতা বেড়ে সতর্ক সীমা অতিক্রম করেছে, আংশিক অঞ্চলে গুরুতর বন্যা দেখা দিয়েছে, এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে ।
উপপ্রধানমন্ত্রী হুই ৮ থেকে ১১ জুন পর্যন্ত ইয়াংসি নদীর কতকগুলো গুরুত্বপূর্ণ জলসেচ স্থাপনা পরিদর্শন করেছেন । তিনি আবহাওয়ার পরিবর্তনের ওপর নিবিড় দৃষ্টি রাখা এবং পূর্বাভাস জোরদার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে নির্দেশ নিয়েছেন । তাছাড়া তিনি জলাধার সুরক্ষার যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন।
|