১২ জুন ভারত নিয়ন্ত্রিত কাশমির অঞ্চলের সিয়াচেন হিমবাহ পরিদর্শনকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারতের দরকার ভারত ও পাকিস্তান এ অঞ্চলে সামরিক বৈরীত বন্ধ করার উপায় খুঁজে বের করা।
ভারতের গণমাধ্যম থেকে জানা গেছে, সিয়াচেনে ভারতীয় বাহিনী পরিদর্শনকালে মনমোহন সিং বলেছেন, ভারত আশা করে, সিয়াচেন একটি শান্তি অঞ্চলে রুপান্তরিত হবে এ অঞ্চলে ভারত ও পাকিস্তানের উচিত কোনো শক্রভাবাপন্ন মনভাব রাখা। কিন্তু মনমোহন সিং জোর দিয়ে বলেছেন, বর্তমান কাশমিরের বাস্তব নিয়ন্ত্রণ-সীমারেখা পরিবর্তন করার কোনো ব্যবস্থা ভারত গ্রহণ করবে না।
|