 অষ্টম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ১১ জুন সন্ধ্যায় শাংহাইয়ে উদ্বোধন করা হয়েছে ।
চলতি বছর চীনের চলচ্চিত্রের একশোতম প্রতিষ্ঠাবার্ষিকী । এ উপলক্ষে উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের চলচ্চিত্রের একশোতম জন্ম বার্ষিকী নামক একটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়েছে । এতে গত এক শো বছরে চীনের চলচ্চিত্র শিল্পের উন্নতি ও সাফল্য পর্যালোচনা করা হয়েছে । জানা গেছে , গত এক শো বছরে চীনে মোট ১৮ হাজার চলচ্চিত্র তৈরী হয়েছে । এর মধ্যে ৪ শোরও বেশি চলচ্চিত্র আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে ।
|