ওমাণের উপ-প্রধানমন্ত্রী ফাহাদ বিন মাহমুদ আল সাইদ ১১ জুন রাজধানী মাস্কাটে সফররত চীনের রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী জেং পেই ইয়ানের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক পুঁজিবিনিয়োগ সহযোগিতা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছে এবং ব্যাপক মতৈক্য অর্জন করেছে।
বৈঠক করার সময় ফাহাদ বলেছেন, ওমান চীনের সঙ্গে তার রাজনৈতিক পরামর্শ ও আর্থনৈতিক আদান-প্রদান জোরদার করবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারেও সক্রিয় সহযোগিতা করবে। তিনি আশা করেন, দু'পক্ষ ঐতিহাসিক বন্ধুত্ব সুসংবদ্ধ করবে, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করবে। তাছাড়া তিনি শক্তি সম্পদের ক্ষেত্রে চীনের সঙ্গে পুঁজিবিনিয়োগ সহযোগিতা জোরদার করতে চান এবং দু'পক্ষের স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি কার্যকর করতে চান।
জেং পেই ইয়ান বলেছেন, চীন-ওমান সম্পর্ক প্রতিষ্ঠার ২৭ বছর ধরে দু'দেশের রাজনৈতিক আদান-প্রদান ঘন ঘন চলছে, পারস্পরিক সমঝোতা এবং আস্থাও অব্যাহত বাড়ছে। একচীন নীতিতে ওমান সরকার বরাবরই অবিচল থাকে বলে চীন সরকার উচ্চ প্রশংসা করেছে।
তিনি আরও বলেছেন, সম্প্রতি দু'পক্ষ আর্থ-বাণিজ্যিক পুঁজিবিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফল অর্জন করেছে। ২০০৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৪.৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
|