১১ জুন চীনের দক্ষিণ-পশ্চিমাংশের কুইচৌ প্রদেশ সূত্রে জানা গেছে , বিশ্বের প্রাকৃতিক উত্তরাধিকার হিসেবে চীনের কুইচৌ প্রদেশের কার্স্ট নামক চুর্ণ গুহার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে ।
জানা গেছে , কুইচৌকে কার্স্ট রাজ্য বলে আখ্যায়িত করা হয় । কার্স্ট নামক চুর্ণ গুহার আয়তন এই প্রদেশের মোট আয়তনের ৬০ শতাংশেরও বেশি । বিশ্বের প্রাকৃতিক উত্তরাধিকার হওয়ার জন্য এবারকার আবেদনকারী দুটো চুর্ণ গুহা এলাকা এই প্রদেশের দক্ষিণ-পশ্চিমাংশ আর দক্ষিণাংশে অবস্থিত । এই দুটো এলাকার আয়তন ৯৪০ বর্গ কিলোমিটার ছাড়িয়ে গেছে ।
|