ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বকর জাবুর সোলাগ ১১ জুন বলেছেন , মে মাসের শেষ নাগাদ ইরাকী সেনাবাহিনী অপারেশন লাইটনিং নামক সামরিক অভিযান শুরু করার পর থেকে বাগদাদের শহরাঞ্চলে অতর্কিত আক্রমণের তত্পরতা কিছুটা কমেছে । এর সঙ্গে সঙ্গে ইরাকে আরও কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে ।
সোলাগ একই দিন সংবাদ সম্মেলনে বলেছেন , অপারেশন লাইটনিং নামক সামরিক অভিযান শুরু হবার পর থেকে বাগদাদে দিনে শুধু দু' একবার গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে । তিনি বলেছেন , এই সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তা ইরাকের সর্বত্রই বিস্তৃত হবে ।
সোলাগ এই সামরিক অভিযানের সাফল্য বর্ননা করার সঙ্গে সঙ্গে ইরাকে আরও কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে । ১১ জুন বাগদাদে দুষ্কৃতকারীরা পুলিশ স্টেশনে অনুপ্রবেশ করে অতর্কিত আক্রমণ চালিয়েছে । ফলে ৮জন নিহত আর কয়েক জন আহত হয়েছে ।
|