১১ জুন চীন আর ই ইউ বস্ত্রপণ্যের বাণিজ্য সমস্যায় চুক্তি হয়েছে , বিভিন্ন পক্ষ এর প্রতি ব্যাপক স্বাগত এবং সমর্থন জানিয়েছে।
চীনের বস্ত্রপণ্যের রপ্তানী শিল্পপ্রতিষ্ঠানগুলো সবাই মনে করে, দু'পক্ষের স্বাক্ষরিত চুক্তি চীনও ই ইউর বস্ত্রপণ্য বাণিজ্যের জন্য এক সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করেছে। চীনের বস্ত্রপণ্যের আমদানি ও রপ্তানি বাণিজ্য কমিটির ভাইস চেয়ারম্যান মিঃ চিয়াং জে বলেছেন, চীন ও ই ইউ'র বস্ত্রপণ্য চুক্তি হচ্ছে বস্ত্রপণ্যের একায়ন হওয়ার পরিস্থিতিতে দ্বিপাক্ষীক আলাপ-আলোচনার মাধ্যমে বস্ত্রপণ্য বাণিজ্যের বিবাদ নিষ্পত্তি করার একটি ভালো উদাহরণ। এটি অন্যান্য বাণিজ্যিক বিবাদ সমাধানের জন্য দৃষ্টান্তমূলকভূমিকা পালন করেছে।
চীনে বিদেশী পূঁজি বিনিয়োগিত বস্ত্র শিল্পপ্রতিষ্ঠানগুলোপৃথক পৃথকভাবে এই চুক্তি সমর্থন করেছে। চীনের বিদেশী পূঁজি বিনিয়োগিত শিল্পপ্রতিষ্ঠান সমিতির দায়িত্বশীল ব্যক্তি তাঁর বিবৃতিতে বলেছেন, চীন ও ই ইউর স্বাক্ষরিত বস্ত্রপণ্য বাণিজ্য চুক্তি থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, বর্তমান অর্থনৈতিক বিশ্বায়ন এবং বস্ত্রপণ্য বাণিজ্য একায়ন প্রক্রিয়ায় মতভেদ এবং সমস্যা বের হওয়া স্বাভাবিক , কেবল অবাধ বাণিজ্যের মৌলিক নীতি অনুসরণ করে, বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট নীতি অনুযায়ী, সমতা, আলোচনার ভিত্তিতে স্বদিচ্ছা নিয়ে স্থিতিশীল বিবাদ নিষ্পত্তি করা, উভয় লাভ করার ফলপ্রসূ পদ্ধতি খুজেঁ পাবে।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার এবং বস্ত্র মহল মনে করে, এই চুক্তি হংকংয়ের ব্যবসায়ীরা মূলভূভাগে পূঁজি বিনিয়োগ করার অস্থিতিশীল উপাদান কমাবে। হংকংয়ের বস্ত্র শিল্প এর জন্য সুযোগ-সুবিধা পাবে। ম্যাকাওয়ের বস্ত্র মহলের ব্যক্তিরা বলেছেন, চীন ও ই ইউর বস্ত্রপণ্য সমস্যায় চুক্তি স্বাক্ষর করা ম্যাকাওয়ের শিল্পপতিরা মূলভূভাগে উত্পাদিত বস্ত্রপণ্যগুলো ইউরোপে রপ্তানি করার জন্য আর দুশ্চিন্তা করতে হবে না ।
|