নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত চতুর্থ দফা শান্তি বৈঠকে অংশগ্রহণকারী সুদানের সরকার এবং সরকারবিরোধী সশস্ত্র শক্তির প্রতিনিধিদের মধ্যে ১১ জুন এরিত্রিয়া এবং চাদ তাঁদের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে কিনা , তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে, ফলে মুখোমুখী রুদ্ধদ্বার শান্তি-বৈঠকটি মূলতুবী রাখতে হয়েছে ।
সুদানের সরকারের প্রতিনিধিদলের নেতা কৃষি ও বন মন্ত্রী খলিফা সাংবাদিকদের কাছে বলেছেন, সুদান সরকার এরিত্রিয়ার মধ্যস্থতাকারী বা পর্যবেক্ষকের ভূমিকা মেনে নিতে অস্বীকার করে, কারণ তাঁরা বরাবরই সরকার-বিরোধী সশস্ত্র শক্তিকে সমর্থন করেন।
পক্ষান্তরে সরকার-বিরোধী সশস্ত্র শক্তি মনে করে, সুদানের পশ্চিম প্রতিবেশী দেশ চাদ মধ্যস্থতাকারী হওয়ার যোগ্য নয় । তাদের মতে, চাদ সুদান-সরকারের একই মতাধিষ্ঠান পোষণ করে এবং "শান্তির ক্ষতিসাধনকারী" ভূমিকা পালন করছে ।
দারফুর সমস্যার চতুর্থ দফা শান্তি বৈঠক ১০ জুন আবুজায় শুরু হয় । আফ্রিকান ইউনিয়ন আশা করে, এই বৈঠক অবশেষে সাফল্যমণ্ডিত হবে , কিন্তু সুদান সরকার আর সরকার-বিরোধী সশস্ত্র শক্তি এখন পর্যন্ত শান্তি-বৈঠকের আলোচ্যসূচি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারে নি ।
|