চীন আর ই ইউ-র মধ্যে বস্ত্র বাণিজ্য সমস্যায় যে চুক্তি হয়েছে , তা হংকংয়ের দৃষ্টি আকর্ষণ করেছে । হংকংয়ের বিভিন্ন সংবাদ মাধ্যমে ১১ জুন এ সম্পর্কে বিশেষ খবর প্রকাশ করেছে এবং এর উচ্চপর্যায়ের মূল্যায়ণ করেছে । হংকংয়ের ব্যাপক জনমত এই যে, চীন-ই ইউ বস্ত্র চুক্তি সম্পাদন সামগ্রিক পরিস্থিতির অনুকুল ।
হংকংয়ের ওয়েনহুই পত্রিকা বলেছে চীন আর ই ইউ বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে ,এতে চীন-ই ইউ রণনৈতিক সহযোগিতার অংশিদারী সম্পর্ক প্রতিফলিত হয়েছে । হংকংয়ের ইকনমিক ডেইলি মনে করে, ই ইউ খুব সম্ভব চীনা বস্ত্র বাণিজ্য সংক্রান্ত বিতর্ক নিষ্পত্তির একটি ব্রেক থ্রো-বিন্দু হবে, অনুরূপভাবে চীন -মার্কিন বস্ত্র বাণিজ্য বিরোধও সমাধান হয়ে যাবে কিনা, তার জন্য লোকেরা নিবিড় দৃষ্টিতে প্রতীক্ষা করছে ।
|